Clan Rules মনে চেয়েছে তাই দেয়া হয়েছে এমনটা নয়। অন্যান্য ভাল ভাল lvl5 or
lvl6 Clan ভিজিট কর। টানা Win তারাই করতে পারে যারা Rules নিয়ে সচেতন
থাকে(ঘুরে দেখ, ঘটনা পরিস্কার হবে)। হ্যা, এখন বলতে পার আমরা Win এর জন্য
খেলি না FUN এর জন্য খেলি(After all it's just a Game)-- কথাটা মিথ্যা নয়
আবার সম্পূর্ন সত্য-ও নয়। "আমরা ভাল Fight দেয়ার জন্য War করি, জেতাই লাগবে
এমনটা নয়!"
প্রশ্ন-উত্তর পর্বঃ
১. Mirror কি জিনিস, Mirror+1 কি জিনিস?
২. 1st Attack কাকে দেব, কখন দিব?
৩. 2nd Attack কাকে দেব, কখন দিব?
৪. লুট Attack দেয়া যাবে? কখন দিতে পারব?
৫. Donation নিয়ে Rules?
৬. Elder কখন পাব?
৭. আমার বন্ধু Permanently আসতে চায় কি করব?
৮. পরবর্তী War করব না, কি করব?
৯. পরবর্তী War করতে চাই, কি করব?
Demote এবং Kick পর্বঃ
১. না বলে প্রথম ১২ ঘন্টায় ইচ্ছামত Untouched Base এ 2nd Attack দিলে Demote দেয়া হবে। এবং পরবর্তীতে Kick ও দেয়া হতে পারে।
২. বার বার Wrong Donation দিলে(কারন থাকুক আর নাই থাকুক) Demote দেয়া হবে।
৩. না বলে Loot Attack দিলে Demote দেয়া হবে, এবং পরবর্তীতে Kick ও দেয়া হতে পারে।
৪. TH8> Hog 4 থাকা সত্তেও Drag ব্যবহার করে Star Miss করলে, TH7> Drag থাকা সত্তেও Loon ব্যবহার করে Star মিস করলে, TH6> Loon+Heal Spell থাকা সত্তেও Gaint Use করতে গিয়ে Star Miss করলে Demote দেয়া হতে পারে(Base & Attack এর উপর Depend করে)। We don't want your UNIQUE Attack, We want Sure 3Star Attack.
শেষের কথাঃ
Co-Leader & Leader সম্পর্কে জেনে নাওঃ
১. Mirror কি জিনিস, Mirror+1 কি জিনিস?
- 1vs1, 2vs2, 3vs3, 4vs4, 5vs5 হল Mirror Attack
- 1vs2, 2vs3, 3vs4, 4vs5, 5vs6 হল Mirror+1 Attack
২. 1st Attack কাকে দেব, কখন দিব?
- 1st Attack কোন Base-এ দিতে হবে তা Battle Day শুরুর আগেই Clan Mail এ বলে দেয়া হবে। Exchange Possible, but DO IT YOURSELF! প্রথম Attack অবশ্যই প্রথম 12Hour এর মধ্যে শেষ করবে(কোনো কারন থাকলে War এর শুরুতেই জানিয়ে দিও)
৩. 2nd Attack কাকে দেব, কখন দিব?
- কেউ তার Attack এ Star মিস করলে এবং তা তুমি পারবে বলে Confident হলে যেকোনো Co-Leader কে বলে(অবশ্যই) ঐ Base কে দ্বিতীয় এটাক দিতে পার। অথবা ১২ ঘন্টা শেষে যেকোন UnCleared Base খেলতে পার(লুট নয় কিন্তু!)।
৪. লুট Attack দেয়া যাবে? কখন দিতে পারব?
- লুট Attack War Condition এর উপর নির্ভর করে। তবে দিতে পারার Possibility বেশি। কিন্তু সমস্যা হল যেকোনো সময়-ই লুট দেয়া যাবে না(মন চাইল দিয়ে দিলাম, এমনটা চলবে না), সব Base clear হয়ে গেলে(তা যখনই হোক সমস্যা নাই) আমরা সবাই মিলে লুট দেই। যাদের উপরে কিছুই করার নাই(Th6 Clasher Mostly) তারা প্রায় প্রতি War এই লুট দিতে পারে তবে একদম Last Hour এ।
৫. Donation নিয়ে Rules?
- অনেক পুরাতন রুলস আমাদের এইটা। lvl3 Archer Minimum(When written "Any"), Don't Donate Healers, Gaints, Goblins, Wall Breakers Unless they have been asked for. আর নতুন Rule হল প্রতি Season এ 1/3rd Donate করার চেষ্টা কর(Exact হতে হবে এমন কিছু না), ১০০টা নেও ৩৩টা দেও। Season এর সর্বশেষ দিনে Check করে কারো অবস্থা কোনো কারন ছাড়া বেশি খারাপ হলে তাকে জানানো হবে পরবর্তী Season এ যাতে তার Donation বাড়ানো হয়। আর বন্ধুতে বন্ধুতে দুষ্টুমি করেও Wrong Donation দিও না, আর বন্ধু না হলে তো বুঝই।
৬. Elder কখন পাব?
- বলতে হবে না। ১-২টা War এর পর এমনেই দেখবা Elder দিয়ে দেয়া হয়েছে। তাই শুধু শুধু বলে মুখ নষ্ট করার দরকার নাই। grin emoticon
৭. আমার বন্ধু Permanently আসতে চায় কি করব?
- অবশ্যই তাকে TH7 এবং lvl2 Drag ওয়ালা হতে হবে(Rush Base always not allowed), তবে যে কেউ তাদের বন্ধুদের Visit এ আনতে পারে সমস্যা নেই। এবং Clan এ Stay করার জন্য অবশ্যই তাকে War করতেই হবে। --Exception Possible, Ask Leader before inviting.
৮. পরবর্তী War করব না, কি করব?
- একজন CO কে জানাও এবং সাথে সাথে Profile থেকে I'm OUT সনাক্ত করে রাখো। পরবর্তী War এ তোমাকে নেয়া হবে না SURE.
৯. পরবর্তী War করতে চাই, কি করব?
- কিছুই করার নাই, শুধু Profile থেকে I'm IN দিয়ে রাখো। Eligible হলে(অন্য কোথাও War চলতে না থাকলে) অবশ্যই তোমাকে নেয়া হবে।
Demote এবং Kick পর্বঃ
প্রথম কথা, কারন ছাড়াই Promote পেতে সমস্য নাই কিন্তু কারন থাকলেও Demote
করা যাবে না এইটা যত যাই বলো যৌক্তিক নয়। Demotion কে Humiliation ভেবো
না, Demotion কে সাময়িক সাবধান করা হিসেবে দেখতে শিখ! -- আগে এইটা পরিস্কার
হও পরে অন্য কিছু।
১. না বলে প্রথম ১২ ঘন্টায় ইচ্ছামত Untouched Base এ 2nd Attack দিলে Demote দেয়া হবে। এবং পরবর্তীতে Kick ও দেয়া হতে পারে।
২. বার বার Wrong Donation দিলে(কারন থাকুক আর নাই থাকুক) Demote দেয়া হবে।
৩. না বলে Loot Attack দিলে Demote দেয়া হবে, এবং পরবর্তীতে Kick ও দেয়া হতে পারে।
৪. TH8> Hog 4 থাকা সত্তেও Drag ব্যবহার করে Star Miss করলে, TH7> Drag থাকা সত্তেও Loon ব্যবহার করে Star মিস করলে, TH6> Loon+Heal Spell থাকা সত্তেও Gaint Use করতে গিয়ে Star Miss করলে Demote দেয়া হতে পারে(Base & Attack এর উপর Depend করে)। We don't want your UNIQUE Attack, We want Sure 3Star Attack.
শেষের কথাঃ
আমরা
Rules নিয়ে কড়াকড়ি করি না এইটা যেমন ঠিক তেমনি সব কিছুকেই মেনেও নেই না।
Co-Leader & Leader সম্পর্কে জেনে নাওঃ
- Minhaz(আমাদের খালাতো ভাই) হল Original Creator of this Clan. বয়স ২৪
- Abdroiner পরবর্তীতে Minhaz থেকে Ownership পায়। বয়স ৩০
- "Clan of BD" বর্তমান Leader এর ছোট ভাই। বয়স ২৬
- Emon ভাই Clan of BD এর দুলাভাই । বয়স ২৮
- Shahriar আমাদের খালাতো ভাই। বয়স ২৮
- Foxrine হল Shahriar এর চাচাতো ভাই। বয়স ২৩
- Asif & ACE হল Foxrine এর বন্ধু। বয়স ২৩